রোহিঙ্গাদের ৫০ লাখ ডলার দেবে পাকিস্তান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/10/photo-1433879081.jpg)
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের পর মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। আজ মঙ্গলবার সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রোহিঙ্গাদের সহায়তায় ৫০ লাখ ডলার সহায়তা দেবে দেশটি।
খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সাহায্যের এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে অভিবাসী রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমে এ সাহায্য বিতরণ করা হবে।
এর আগে গত ৭ জুন নওয়াজ শরিফ মিয়ানমারের অসহায় রোহিঙ্গা মুসলমানদের সহযোহিতা ও তাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য এ সংক্রান্ত তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটি ওই সহায়তার প্রস্তাব করলে তাতে অনুমোদন দেন নওয়াজ শরিফ।
এদিকে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ, ওআইসি এবং অন্য আন্তর্জাতিক সংস্থার নীরবতায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মিয়ানমারের প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলমানকে দেশটির সরকার সে দেশের নাগরিক বলে স্বীকার করে না। কয়েক বছর ধরে ক্রমবর্ধমান অত্যাচার ও নির্যাতনের পরিপ্রেক্ষিতে দলে দলে দেশ ছাড়ছে রোহিঙ্গারা। আর এতে মিয়ানমার সরকারের প্রকাশ্য মদদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অং সান সুচিও এ পর্যন্ত এর বিরুদ্ধে মুখ খোলেননি।