ফেসবুকে পোস্টের জন্য সাংবাদিককে পুড়িয়ে হত্যা!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শাহজাহানপুরে সমাজবাদী পার্টির এক নেতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার জন্য সাংবাদিককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১ জুন এ ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে তা প্রকাশ পায়।
সাংবাদিক যোগেন্দ্র সিংয়ের পরিবারের বরাত দিয়ে দ্য কুইন্ট জানিয়েছে, অভিযানের সময় এক পুলিশ কর্মকর্তা তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। সিং অভিযোগ করেছিলেন, রাজ্যের এমএলএ (সাংসদ) রাম মূর্তি ভার্মা অবৈধভাবে খনি খননকাজ ও জোরপূর্বক ভূমি দখলের সঙ্গে জড়িত। এমএলএর নির্দেশে যোগেন্দ্র সিংয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তবে পুলিশ জানায়, একটি মামলায় তাঁরা যোগেন্দ্রকে গ্রেপ্তারের চেষ্টা করছিলেন। এ সময় তিনি নিজেই তাঁর গায়ে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। দীর্ঘ ১৫ বছরের সাংবাদিক জীবনে তিনি অমর উজালা, হিন্দুস্তান ও স্বতন্ত্র ভারতের মতো সংবাদমাধ্যমে কাজ করেছেন। গত বছর যোগেন্দ্র সিং ‘শাহজাহানপুর সমাচার’ শিরোনামে তাঁর ফেসবুক প্রোফাইলে কিছু প্রতিবেদন পোস্ট করেন।