বাস উল্টে নদীতে, নিহত ২২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/13/photo-1434193098.jpg)
ভারতের দক্ষিণাঞ্চলে অন্ধ্রপ্রদেশে একটি বাস উল্টে নদীতে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। তীর্থযাত্রীবোঝাই বাসটি তিরুপতি থেকে ফিরছিল। প্রদেশটির পূর্ব গোদাবরি জেলার রাজামুন্দ্রি এলাকার দোলেশ্বর বাঁধে আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
সরকারি কর্মকর্তাদের বরাতে এনডিটিভির খবরে বলা হয়, বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে আটজন নারী ও সাত শিশু রয়েছে। খবরে আরো বলা হয়, দুর্ঘটনায় ওই বাসের যাত্রীদের মধ্যে কেবল ১২ বছর বয়সী এক বালককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইর খবরে বলা হয়, ‘ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে গোদাবরি নদীতে পড়ে যায়।’
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘দুর্ঘটনাস্থলে পানির গভীরতা অনেক কম ছিল।’
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ মর্মান্তিক দুর্ঘটনায় টুইটারে গভীর শোক প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ এ ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
টুইটে মুখ্যমন্ত্রী নাইডু আরো বলেন, এ দুর্ঘটনায় ২২ তীর্থযাত্রীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এতে বেঁচে যাওয়া একমাত্র বালকের চিকিৎসা চলছে।