আগামী ৮ নভেম্বর মিয়ানমারে নির্বাচন

সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন মিয়ানমারের সেনা সমর্থিত দল ইউএসডিপি। নির্বাচনী লড়াইয়ে প্রথমবারের মতো ইউএসডিপি মুখোমুখি হবে অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির। ছবি: এএফপি
আগামী ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ক্ষমতাসীন সেনাসমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) পাশাপাশি অংশ নেবে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি।
আজ বুধবার মিয়ানমারের একজন জ্যেষ্ঠ নির্বাচনী কর্মকর্তা সংবাদমাধ্যম বিবিসিকে এ বিষয়টি জানিয়েছেন। আজই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে বিবিসি।
নির্বাচনে এ প্রথমবারে মতো মুখোমুখি হবে ক্ষমতাসীন ইউএসডিপি এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রসি।
তবে এ নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হতে পারবেন না সু চি। কেননা সংবিধানে কোনো পরিবর্তন আনেনি দেশটির সরকার। ২০১০ সাল থেকে সামরিক সরকার শাসিত সরকার দেশটিতে সংস্কার শুরু করেছে। এর ফলে সেনাবাহিনীর পরিবের্ত সেনাসমর্থিত বেসামরিক সরকার দেশ চালাবে।