‘আপনার ফিগার সেই রকম’, ফরাসি ফার্স্ট লেডিকে ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর স্ত্রী ব্রিজিত ম্যাকরোঁর ফিগারের (শারীরিক গঠন) প্রশংসা করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমবারের মতো ফ্রান্স সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। রাজধানী প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানান। এ সময়ই মার্কিন প্রেসিডেন্ট ফরাসি ফার্স্ট লেডিকে উদ্দেশ করে বলেন, ‘আপনার শারীরিক গঠন সুন্দর।’
প্যারিসের দেস ইনভ্যালিডস হোটেলে অভ্যর্থনার মুহূর্তটির একটি ভিডিও ফরাসি সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হয়। তারপরই তা মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অভ্যর্থনা জানানোর সময় প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাকরোঁ করমর্দন করেন এবং পরস্পর পরস্পরকে চুমু খান।
তবে ব্রিজিতের সঙ্গে ট্রাম্পের সে করমর্দনও ছিল ‘রহস্যজনক’। সংবাদমাধ্যম সিএনএন একে ‘বিদঘুটে করমর্দন’ বলে আখ্যা দিয়েছে।
২২ সেকেন্ডের ভিডিওচিত্রে দেখা যায়, করমর্দনের পর ডোনাল্ড ট্রাম্প ফরাসি ফার্স্ট লেডিকে উদ্দেশ করে বলেন, ‘আপনার শারীরিক গঠন খুব সুন্দর।’
তারপর ট্রাম্প একটু ফরাসি প্রেসিডেন্টের দিকে তাকিয়ে আবার পুনরোক্তি করে বলেন, ‘তাঁর (ব্রিজিত) ফিগার সেইরকম ভালো।’
শেষে মার্কিন প্রেসিডেন্ট আবার চোখ ঘোরান ব্রিজিতের দিকে এবং বলেন, ‘সুন্দর।’
এ কথাগুলো বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ফরাসি ফার্স্ট লেডির হাত ধরে রাখেন। এ সময় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ তাঁর পাশে দাঁড়ানো ছিলেন। আর খানিক দূরে ছিলেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ট্রাম্পের এ মন্তব্যের পর ব্রিজিত ম্যাকরোঁর প্রতিক্রিয়া অবশ্য বোঝা যায়নি। তবে সেখানে সবাই হাস্যোজ্জ্বল ছিলেন।
ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের এসব মন্তব্যের মধ্যে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প ফরাসি ফার্স্ট লেডির পিঠে হাত রাখেন।
ট্রাম্প ও ম্যাকরোঁর এটাই প্রথম সাক্ষাৎ নয়। এর আগে গত মে মাসে তাঁরা প্রথমবারের মতো বেলজিয়ামে বৈঠক করেছিলেন। এ বৈঠকে ম্যাকরোঁ করমর্দনের সময় ট্রাম্পের হাত কষে ধরেছিলেন। ট্রাম্প প্রথমে জোরাজুরি করেও সে হাত ছাড়াতে পারেননি, পরে অবশ্য ম্যাকরোঁই হাত ছেড়ে দিয়েছিলেন।
এরপর ম্যাকরোঁ বলেছিলেন, ‘তাঁর সঙ্গে আমার এ করমর্দন মোটেও নিষ্পাপ ছিল না। এটা রাজনীতির শুরু অথবা শেষও নয়, তবে এ মুহূর্তটা সত্য।’