চীনে হাতো’র আঘাতে নিহত ১২

চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন হাতো। ছবি : এএফপি
টাইফুন হাতো’র আঘাতে চীনের দক্ষিণাঞ্চলে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শত শত মানুষ। এ ছাড়া ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, টাইফুনের আঘাতে ম্যাকাওয়ে আটজন, চীনের মূল ভূখণ্ডে চারজন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে একজন। টাইফুনের সময় ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল, বাস স্টেশন ও বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।
সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কর্তৃপক্ষ ভূমিধস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করে সতর্কতা জারি করেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ওই অঞ্চল থেকে ২৭ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এ সময় সর্বোচ্চ সতর্কসংকেত ১০ জারি করে হংকং আবহাওয়া অধিদপ্তর।
হংকংয়ের আবহাওয়া অফিস বলেছে, টাইফুন হাতো’র সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।