সাধারণ ক্ষমায় সাত হাজার বন্দির মুক্তি

মিয়ানমার সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার ফলে সাত হাজারের মতো কারাবন্দি মুক্তি পেয়েছে। দেশটির সাধারণ নির্বাচনের আগে ‘মানবিক দিক বিবেচনায়’ এই বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের সূত্রে এ কথা জানিয়েছে রয়টার্স। আগামী নভেম্বরে প্রায় ২৬ বছর পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাধারণ ক্ষমায় মুক্তি পাওয়া বন্দীদের সংখ্যা ৬৯৬৬ জন। এদের মধ্যে আছেন ২১০ জন বিদেশিও। যাদের মধ্যে বেশির ভাগই চীনের নাগরিক। মুক্তি পাওয়া বিদেশিদের খুব তাড়াতাড়ি দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের সূত্র।
দীর্ঘদিন ধরে সামরিক শাসন চলে আসা মিয়ানমারে ২০১০ সালে সেনাসমর্থিত প্রেসিডেন্ট জেনারেল থেইন সেইন ক্ষমতায় আসার পর দেশটিতে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নেন। সে অনুযায়ী বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। যার একটি ছিল রাজবন্দিদের মুক্তি। সে কথা অনুযায়ী দেশটির বেশির ভাগ রাজবন্দিকেও মুক্তি দিয়েছে সরকার।
তবে অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল পেরিজনার্সের বরাত দিয়ে দেশটির ইরাওয়াদ্দি সংবাদ মাধ্যম জানিয়েছে, এখনো দেড় শতাধিক লোক রাজবন্দি হিসেবে কারাগারে রয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স আরো জানায়, মুক্তি পাওয়া হাজার হাজার বন্দীর সঙ্গে মিয়ানমারের সাবেক আট গোয়েন্দা কর্মকর্তাও ছাড়া পেয়েছেন। ২০০৪ সালে তাঁদের আটক করা হয়েছিল।