হেডনই থাকছেন অস্ট্রেলিয়ায় রয়্যাল কমিশনার

অস্ট্রেলিয়ার সাবেক বিচারপতি ও রয়্যাল কমিশনার ডইসন হেডন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ট্রেড ইউনিয়ন রয়্যাল কমিশনার (টিইউআরসি) হিসেবে তিনিই থাকছেন। পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ইউনিয়ন ও লেবার পার্টি থেকে চাপের মধ্যেই তিনি এই ঘোষণা দিলেন। একই সঙ্গে ইমেইল পাঠানো বা গ্রহণে নিজের অপারগতার কথাও জানান তিনি। আজ সোমবার বিকেলে অস্ট্রেলিয়ার সিডনিতে এমন ঘোষণা দেন হেডন।
অস্ট্রেলিয়ায় ট্রেড ইউনিয়নের অর্থনৈতিক দুর্নীতি তদন্তে ক্ষমতাসীন অ্যাবট সরকার একটি তদন্ত সংস্থা গঠন করে। ২০১৪ সালে ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী টনি অ্যাবট তদন্ত সংস্থা গঠনের কথা জানান। ১৩ মার্চ এর কমিশনার হন হাইকোর্টের সাবেক বিচারপতি ডাইসন হেডন। অস্ট্রেলিয়ার ট্রেড ইউনিয়ন রয়্যাল কমিশনার ২০১৪ সালের ডিসেম্বরে একটি প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনে নির্দিষ্ট কিছু ইউনিয়নকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রয়্যাল কমিশনার হেডনকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরই মধ্যে গত মাসে নিউ সাউথ ওয়েলসে ক্ষমতাসীন লিবারেল পার্টির এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অংশগ্রহণ ও বক্তব্য নিয়ে হেডনের বিরুদ্ধে বিতর্ক ওঠে। আর রয়্যাল কমিশনার হিসেবে তিনি যে কয়েকটি প্রতিষ্ঠানের তদন্ত করেছেন সবাই তাঁর পদত্যাগ দাবি করে। এমন দাবিতে চাপ দেয় দেশটির অস্ট্রেলিয়ার লেবার পার্টি।
রয়্যাল কমিশনার পদ টিকিয়ে রাখতে এক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্থার সহায়তা নেন হেডন। পদত্যাগ করতে পারেন এমন কানাঘুষা শুরু হওয়ায় আজ স্বপদে থাকারই ঘোষণা এলো তাঁর।
ইউনিয়ের পক্ষ থেকে বলা হয়, লিবারেল পার্টির সভায় হেডনের বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত প্রতিবেদনকে প্রভাবিত করতে পারে। যদিও তিনি ওই সভা ছেড়ে চলে আসেন। এ প্রসঙ্গে হেডনের বক্তব্য হলো, কোনো অনুষ্ঠানে বক্তৃতা প্রদানের সিদ্ধান্ত মানে এই নয় আয়োজদের সঙ্গে বক্তব্য দাতা শতভাগ একমত বা তাদের মতাদর্শী।
তহবিল সংগ্রহের অনুষ্ঠান হলেও আগে থেকে ইমেইল পাঠিয়ে হেডনকে সভার আয়োজন ও আয়োজকদের সম্পর্কে জানানো হয়েছিল। এর পরও হেডেন কেন এমন রাজনৈতিক সভায় অংশ নিলেন? এমন প্রশ্নের জবাবে হেডন বলেন, তাঁর ব্যক্তিগত কম্পিউটার নেই এবং তিনি ইমেইল পাঠানো দেখায় অভিজ্ঞ নন।
আজ সিডনিতে হেডন দাবি করেন, তাই আগের কোনো কর্মকাণ্ড কমিশনের কাজকে প্রভাবিত করবে না।