ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার, তেহরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করল অস্ট্রেলিয়া

ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এ কারণে ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যানবেরায় সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, এই হামলার লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি নষ্ট করা এবং বিভেদ ছড়ানো। তিনি বলেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অস্ট্রেলীয় সরকার কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।” খবর আল জাজিরার।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আইন প্রণয়ন করা হবে।
সরকারি তথ্যানুযায়ী, গত বছর ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে হামলার ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানান, ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি ও তার তিন সহকর্মীকে “পারসোনা নন গ্রাটা” ঘোষণা করা হয়েছে এবং সাত দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।
তিনি আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল। একই সঙ্গে তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে ক্যানবেরা।

তবে ওয়ং বলেন, অস্ট্রেলিয়ার স্বার্থে সীমিত আকারে ইরানের সঙ্গে কিছু কূটনৈতিক যোগাযোগ বজায় থাকবে। তিনি ইরানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের দেশে ফিরে আসার পরামর্শ দেন এবং নতুন করে কেউ ইরান ভ্রমণ না করার সতর্কবার্তাও জারি করেন।