মুহাম্মদ (স.) চলচ্চিত্র মুক্তির নিন্দায় সৌদি আলেমরা
ইরানের আলোচিত চলচ্চিত্র ‘মুহাম্মদ (স.), দ্য মেসেঞ্জার অব গড’ ইসলাম ও শরিয়াহবিরোধী বলে মত দিয়েছে সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল (সিএসএস)। চলচ্চিত্রটির কিছু দৃশ্য দেখে এর মুক্তির নিন্দাও জানানো হয়েছে।
বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, চলচ্চিত্র ‘মুহাম্মদ’ (স.)-এর বিষয়ে সিএসএসের সাধারণ সম্পাদকের সই করা এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘হজরত মুহাম্মদ (স.)-এর চরিত্র রূপায়ণ ও তা দৃশ্যায়নের তীব্র নিন্দা জানায় সিএসএস। যে কারণেই এই চলচ্চিত্র নির্মাণ করা হোক না কেন, যেহেতু এখানে মুহাম্মদ (স.)-এর প্রতিমূর্তি ফুটিয়ে তোলা হযেছে, এর মাধ্যমে তাঁকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। এই চলচ্চিত্রের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে, ইসলাম ধর্মকে ও শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে।’