তামিলনাড়ুতে ছোবল বসাল ‘গজ’, নিহত ৬

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গজ’ অবশেষে আছড়ে পড়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের উপকূলবর্তী এলাকায়। এতে করে এখন পর্যন্ত ছয়জনের প্রাণহানি হয়েছে। ঘরবাড়ি ছেড়েছেন ৭৬ হাজারের বেশি মানুষ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যের নাগাপট্টিনাম ও বেদিনিয়াম অঞ্চলে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ‘গজ’।
নিহত ছয় ব্যক্তির মধ্যে দেয়ালচাপা পড়ে পাঁচজন ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপরজন মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘরছাড়া মানুষ আশ্রয় নিয়েছেন রাজ্যের বিভিন্ন ত্রাণশিবিরে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের ছয়টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চেন্নাই থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। নাগাপট্টিনাম, তিরুভারুর ও খানজাভুরে ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে। বহু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘূর্ণিঝড় উপড়ে ফেলেছে বিপুলসংখ্যক গাছপালা। দুর্যোগের কারণে নাগাপট্টিনাম এলাকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। আগামী ছয় ঘণ্টা এর প্রভাব থাকবে বলে সতর্কবাতা জানিয়েছে দিল্লির আবহাওয়া ভবন।
অন্যদিকে এর মাঝেই উপকূল এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এসব এলাকায় ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা বলবৎ আছে।
তামিলনাড়ুর পাশাপাশি ‘গজ’-এর প্রভাব পড়েছে কেরালা রাজ্যেও। সেখানেও চলছে ঝড় ও বৃষ্টিপাত। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেরালার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও জারি করা হয়েছে সতর্কতা।