সৌদিতে গৃহপরিচারিকাকে নির্যাতন, ভিডিও ফাঁস করলেন স্ত্রী!
গৃহপরিচারিকা নির্যাতনের সমস্যাটি কেবল যে বাংলাদেশেই রয়েছে, তা কিন্তু নয়। বিশ্বের বিভিন্ন দেশেই অহরহ ঘটছে এমন ঘটনা। সম্প্রতি সৌদি আরবে এমনই এক ঘটনায় যোগ হয়েছে বিচিত্র চমক। একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর অপকর্ম ফাঁস করে দিয়েছেন স্ত্রী নিজেই!
আরব নিউজের খবরে জানা গেল, এ নিয়ে এখন রীতিমতো তোলপাড় চলছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বাইরেও।
যদিও স্ত্রী এই ভিডিও প্রকাশ করেছেন, তা ঘোষণা দেননি। তবে টুইটার ও ফেসবুকে মন্তব্য ও প্রতিক্রিয়া জানানো সবাই এ বিষয়ে সহজেই আঁচ করতে পারছেন। সামগ্রিকভাবে মনে করা হচ্ছে, স্বামীর বিরুদ্ধে প্রতিশোধ নিতেই এই ভিডিও প্রকাশ করেছেন স্ত্রী।
এই ভিডিও প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া অবশ্য বেশ মিশ্র। অনেকে এটিকে গ্রহণ করেছেন সামাজিক মূল্যবোধে এবং সচেতনতার দৃষ্টিকোণ থেকে। আবার অনেকেই বলছেন যে ‘পারিবারিক সমস্যা’র কারণে বিষয়টি এভাবে প্রকাশ করা উচিত হয়নি। অনেকে এমনও বলেছেন যে, স্ত্রীর ‘সম্মতি’ (!) ছিল বলেই স্বামী এমন অপকর্ম করতে পেরেছেন! অবশ্য সচেতন বহু ব্যবহারকারী এই ভিডিও প্রচার বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। কেননা, অনেকের জন্যই এ ধরনের ভিডিও কনটেন্ট আপত্তিকর। এ ছাড়া স্বামী ও স্ত্রী, দুজনের বিরুদ্ধেই সামাজিক মাধ্যমে ফতোয়া জারি করেছেন বহু ব্যবহারকারী।
খালিদ আবু রশিদ নামের একজন আইনি বিশেষজ্ঞ এ বিষয়ে সতর্ক করে বলেন, ‘এ ধরনের ভিডিও যে বা যাঁরা প্রচার করেন, তাঁরা শাস্তির মুখোমুখি হতে পারেন।’
আবদ্দুলসালাম আল-সাকাবি নামের একজন পরিবার পরিকল্পনা পরামর্শক মন্তব্য করেন, ‘আমাদের সম্প্রদায় কোনো অবস্থাতেই স্ক্যান্ডাল প্রকাশকে সমর্থন করে না।’
এ বিষয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই দম্পতির বর্তমান পরিস্থিতি নিয়েও জানা যায়নি কিছুই।