নিষেধাজ্ঞা ভেঙে পাকিস্তানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পৃথক হত্যার দায়ে বৃহস্পতিবার ছয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত দেশটিতে ২৪০ জনের বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে এই সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।
পাঞ্জাব প্রদেশের লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ডেরা গাজি খান এলাকায় এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাকিস্তান গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়।
তালেবান জঙ্গিরা গত ডিসেম্বরে পেশোয়ারে একটি স্কুলে ১৫০ জনের বেশি লোককে হত্যা করার পর পাকিস্তান মৃত্যুদণ্ডের ওপর ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়।
পাঞ্জাব কারা অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ডেরা গাজি খান এলাকায় হত্যার দায়ে দুই ভাই, আদিয়ালায় দুজনের, মুলতানে একজনের ও লাহোর কারাগারে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই সব কারাগারের কর্মকর্তারাও এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশে আটজন এবং বুধবার পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।