অধিকাংশ আসনেই জয়ী এনএলডি : সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, নির্বাচনে তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশের অধিকাংশ আসনেই জয়ী হয়েছে ও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনে জয়ী-এই খবর প্রচারিত হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে বিবিসিকে তিনি একথা বলেন।
মিয়ানমারের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সু চির দল এনডিএলের ব্যাপক জয় দেখা যায়। তবে চূড়ান্ত আনুষ্ঠানিক ফল পেতে কয়েকদিন অপেক্ষা করতে হবে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনে জয়ী হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান সু চি।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক বলা হচ্ছে। তবে সু চির মতে, নির্বাচন স্বচ্ছ ছিল না তবে অধিকাংশ স্থানেই স্বাধীন ছিল।
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, নির্বাচিত দলের প্রধান হলেও সু চি প্রেসিডেন্ট হতে পারবেন না। বিবিসিকে সু চি বলেন, তিনি এ জন্য ‘একজনকে’ খুঁজে নেবেন।
২০১১ সাল থেকে মিয়ানমারের ক্ষমতায় আছে দেশটির জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। ওই সময়ই সামরিক শাসন থেকে বেসামরিক সরকারের দিকে দেশটির যাত্রা শুরু হয়।
মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু করে পুরো বছরই লেগে যেতে পারে।