‘যে দেশ মর্যাদা দিতে পারেনি, সে দেশে আমাকে কবর দিও না’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/09/20/photo-1568993428.jpg)
তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলি তাঁকে নিজ দেশে দাফন না করতে বলে গেছেন। বেন আলির মেয়ে নাসরিন ইন্সটাগ্রামে লিখেছেন, তাঁর বাবা নিউনিসিয়ায় কবর না দিতে বলে গেছেন। বেন আলি মনে করতেন তিউনিসিয়া তাঁকে চিনতে পারেনি। দেশ তাঁকে মর্যাদা দিতে পারে নি।
এ কারণে তিনি তাঁর হাড়ও যাতে তিউনিসিয়ার মাটি স্পর্শ না করে সে জন্য নির্দেশ দিয়ে গেছেন।
গতকাল বৃহস্পতিবার মারা গেছেন বেন আলি। এ সময় তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
নিজ দেশে একটি অবাধ প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন পরেই তিনি মারা গেলেন। তাঁর অসংযত বিলাসী জীবনযাপন ও নিপীড়নের পরিপ্রেক্ষিতে দেশটিতে গণজাগরণ শুরু হলে তিনি পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন।
বেশ কয়েক বছর ধরে মূত্রথলির ক্যান্সারে ভোগার পর গত মাস তিনেক ধরে তিনি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন।
বেন আলির পারিবারিক আইনজীবী মুনির বিন সালহা বলেন,বেন আলি তাঁকে সৌদি আরবেই কবর দিতে বলে গেছেন।
তবে তিউনিসিয়ার সরকার বলেছে, বেন আলির পরিবার চাইলে সরকার তাঁকে দেশের মাটিতে দাফনের অনুমতি দেবে। আজই সৌদি আরবে বেন আলির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।