তাইওয়ানে সেতু ধস দুর্ঘটনায় ৪ লাশ উদ্ধার, নিখোঁজ ২
তাইওয়ানে ধসে পড়া একটি সেতুর নিচ থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ দুজনের সন্ধানে তল্লাশি চলছে।
তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার একটি দৃষ্টিনন্দন সেতু গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ভেঙে পড়ে। এ সময় নিচে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা ছিল। এতে বেশ কয়েকজন আটকা পড়েন। আজ বুধবার উদ্ধারকর্মীরা এ কথা জানান। বার্তা সংস্থা এএফপি ও বাসস এ খবর জানিয়েছে।
তাইওয়ানের জাতীয় ফায়ার সার্ভিস সংস্থা জানায়, ধসে পড়া সেতুর নিচে চাপা পড়া একটি নৌকার কাছ থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। অপর দুজনের লাশ উদ্ধার করা হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নৌকা থেকে। গতকাল মঙ্গলবার নৌকাটি সেতুর ধ্বংসস্তূপের ভেতর থেকে টেনে বের করা হয়।
তাইওয়ানের পরিবহনমন্ত্রী লিন চিয়া-লুং সাংবাদিকদের বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’ তবে এটি নিছক দুর্ঘটনা, না নাশকতামূলক ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার সময়কার ভিডিও ক্লিপ থেকে দেখা যায়, ভেঙে পড়ার সময় একটি তেলের ট্যাঙ্কার সেতুটির ওপর দিয়ে যাচ্ছিল। সেতুটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে তেলের ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় এবং নিচে পড়ে যায়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ ঘটনায় অন্তত নয়জন পানিতে পড়ে যান।
তাইওয়ানের ব্যস্ততম মৎস্যবন্দর এলাকার সেতুটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তিনটি মাছ ধরার নৌকা এবং তেলট্যাঙ্কারসহ দুটি গাড়ি এতে ক্ষতিগ্রস্ত হয়। শান্তশিষ্ট স্বাভাবিক আবহাওয়ায় সেতুটি কেন ধসে পড়ল, তা এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, জীবন বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।