বাংলাদেশ-ভারতের ৭টি সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ শনিবার দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া উদ্বোধন করা হয়েছে তিনটি যৌথ প্রকল্প। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে চুক্তি সই ও চুক্তিপত্র বিনিময় হয়।
এ ছাড়া শেখ হাসিনা ও মোদি যৌথভাবে তিনটি দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এর আগে দুই দেশের নেতাদের মধ্যে একটি ব্যক্তিগত বৈঠক হয়।
এদিকে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ‘প্রাণবন্ত কথোপকথন’ হয়েছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল সাড়ে ৪টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও বৈঠক করবেন।
ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে (ডব্লিউইএফ) যোগ দিতে গত বৃহস্পতিবার সকালে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নয়াদিল্লিতে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেওয়া হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনার দিল্লি পৌঁছানোর ছবিসহ একটি টুইট বার্তা প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, কৌশলগত সম্পর্কের বাইরে গিয়ে বাংলাদেশ-ভারত বহুমুখী সম্পর্ক বিনিময় করছে।
আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।