বন্ধ ঘরে পপতারকা সুলির মৃতদেহ
দক্ষিণ কোরিয়ার পপতারকা সুলি আর নেই। মানসিক অবসাদের জেরে মৃত্যু হলো জনপ্রিয় এ তারকার। গতকাল সোমবার সিওলের কাছে নিজ বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সুলির ম্যানেজার তাঁকে ঘরে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে সুলির লাশ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ২৫ বছর বয়সী এই পপতারকা আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
সুলির আসল নাম চুই জিনরি। এক সময় ব্যান্ড এফের সদস্য ছিলেন। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ছয় মিলিয়নের বেশি। সুলি অভিনয়ও করতেন। অভিনয়ে আরো মনোযোগী হতে ২০১৫ সালে ব্যান্ডদল ছেড়ে দেন।
পপতারকা জং হিউনের খুব ভালো বন্ধু ছিলেন সুলি। ২০১৭ সালে ২৭ বছর বয়সে জং হিউন আত্মহত্যা করেন। সেই সময় সুলি তাঁর শেষকৃত্যে অংশ নেন।