আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ, দোষী সাব্যস্ত সঞ্জয়
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
শনিবার (১৮ জানুয়ারি) শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস ওই রায় ঘোষণা করেন।
বিচারক অনির্বাণ দাস সিভিক ভলান্টিয়ার সঞ্জয় ঘোষের উদ্দেশে বলেন, ‘সিবিআই ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে দোষী সাব্যস্ত করব আপনাকে। আপনার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।’
অনির্বাণ দাস আরও জানান, আগামী সোমবার দুপুর সাড়ে ১২টায় রায় ঘোষণা করবেন আদালত।
এসময় সঞ্জয় কথা বলতে চাইলে আদালত বলে, আপনার কথা সোমবার শুনব।
শিয়ালদহের অতিরিক্ত জেলা ও সেশন আদালত ১৬০ পৃষ্ঠার রায়ে সঞ্জয় রায়কে ধর্ষণ, খুন ও মৃত্যুর কারণ ঘটানোর জন্য ভারতীয় দণ্ডবিধিতে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে রয়েছে সহিংসতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) ও ১০৩ (১) (খুন) ধারা।
আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর। বিচারপর্ব শুরু হয় ঘটনার ৫৯ দিনের মাথায়। ঘটনার ১৬২ দিনের মাথায় রায় ঘোষণা করেছে আদালত।