মিয়ানমারে পান্নাখনিতে ভূমিধস, শতাধিক নিহত

মিয়ানমারের উত্তরাঞ্চলের কোচিন প্রদেশের একটি পান্নাখনিতে ভূমিধসে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার কোচিনের পাকানত জেলায় এই ধসের ঘটনা ঘটলেও স্থানীয় আজ রোববার দুপুরে কর্মকর্তারা এ দুর্ঘটনার কথা জানান।
পাকানত জেলা প্রশাসনের কর্মকর্তা নিলার মাইনতের বরাত দিয়ে রয়টার্স জানায়, দুর্ঘটনার পর ২১ নভেম্বর ৭৯ জন ও আজ ২১ মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এখনো নিখোঁজ রয়েছে আরো বহু লোক। উদ্ধাকারী দল ভয়াবহ এই দুর্ঘটনায় যাঁরা মারা গেছেন, তাঁদের মৃতদেহের সন্ধান চালিয়ে যাচ্ছে। নিলার মাইনত আরো জানান, প্রবল বর্ষণে মাটির প্রায় ৬০০ ফুট গভীরে এক কিলোমিটারের বেশি জায়গায় খনির সুড়ঙ্গপথ ধসে পড়ে।
এদিকে ওই পান্না কারখানার শ্রমিকরা অভিযোগ করেছেন, দুর্ঘটনায় কমপক্ষে তিন শতাধিক শ্রমিক ও কর্মচারী নিহত হলেও উদ্ধারকারীরা মৃতের সংখ্যা কম করে বলছেন।
মিয়ানমারের কোচিন প্রদেশ থেকে বিশ্বের অন্যতম মানের রত্ন আহরিত হয়। কিন্তু এখানে প্রায়ই ভূমিধস ঘটে। দেশটির রত্নশিল্পে অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনা দেশটির খনিশিল্প ও বিশ্ববাজারে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।