সৌদিতে বিশ্বের উচ্চতম ভবন নির্মাণে প্রয়োজনীয় অর্থ মিলল
বিশ্বের উচ্চতম ভবন নির্মাণে প্রয়োজনীয় অর্থের জোগান পেয়েছে সৌদি আরবের নির্মাণ কোম্পানি কিংডম হোল্ডিং। স্থানীয় সময় রোববার কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি যুবরাজ আলওয়ালিদ বিন তালাল কিংডম হোল্ডিংয়ের চেয়ারম্যান। কোম্পানিটির অঙ্গপ্রতিষ্ঠান জেদ্দা ইকোনোমিক কোম্পানি। তাদের সঙ্গেই ২২৪ কোটি ডলারের চুক্তি হয়েছে সৌদির বিনিয়োগকারী প্রতিষ্ঠান আলিনমা ইনভেস্টমেন্টের।
আলজাজিরার খবরে বলা হয়, লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় নির্মিত হবে ১৭০ তলাবিশিষ্ট জেদ্দা টাওয়ার। শুরুতে এর নামকরণ করা হয়েছিল ‘কিংডম টাওয়ার’। ২০১৮ সালের মধ্যে এটি নির্মিত হওয়ার কথা আছে। নির্মাণকাজ সম্পন্ন হলে উচ্চতার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে ভবনটি।
জেদ্দার উত্তরাঞ্চলীয় ওবুর শহরে নির্মিতব্য ভবনটিতে আবাসিক কক্ষ, বিভিন্ন সংস্থার কার্যালয় ও হোটেল থাকবে। শুরুতে এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১২০ কোটি ডলার। পরবর্তী সময়ে নির্মাণব্যয় ২০০ কোটি ডলারের বেশি ধরা হয়।