যুক্তরাষ্ট্র সন্ত্রস্ত হবে না : ওবামা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/06/photo-1449369451.jpg)
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনোতে গত বুধবারের গোলাগুলির ঘটনায় যুক্তরাষ্ট্র সন্ত্রস্ত হবে না। স্থানীয় সময় শনিবার সাপ্তাহিক রেডিও ভাষণে তিনি এ কথা বলেন।
ওবামা বলেন, ‘আমরা শক্ত-সামর্থ্য। আমরা স্বাভাবিক আছি।’ এ সময় তিনি আরো বলেন, দুই হামলাকারীর উগ্রপন্থী হওয়া ‘খুবই সম্ভব’।
গত বুধবার বেলা ১১টার দিকে স্যান বার্নারডিনোর সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বন্দুকধারীরা গুলি করে ১৪ জনকে হত্যা করে। এ সময় আহত হন আরো ১৭ জন। হামলার পরপরই দুজনকে গুলি করে হত্যা করে যুক্তরাষ্ট্রের পুলিশ।
হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড মনে করে তদন্ত চালাচ্ছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)।
সংস্থাটির প্রধান জেমস বলেন, ওই হামলায় জড়িত তাসফিন মালিক (২৭) ও তাঁর স্বামী রিজওয়ান ফারুক (২৮) উগ্রপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে আলামত পাওয়া গেছে। বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে তাঁরা অনুপ্রাণিত হতে পারেন। তবে ওই দুজন কোনো নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন এফবিআইয়ের এ কর্মকর্তা।
তবে ফারুকের পারিবারিক আইনজীবীরা বলেন, ফারুকের অল্প কয়েকজন বন্ধু-বান্ধব ছিল। আর মালিক ‘যত্নশীল, মৃদুভাষী’ গৃহিণী ছিলেন।
আইনজীবীরা আরো বলেন, ওই দুজনের উগ্রপন্থী হওয়ার কোনো প্রমাণ নেই।