আর্জেন্টিনায় বাস খাদে পড়ে ৪৩ পুলিশ নিহত

পুলিশ সদস্যদের বহনকারী দুর্ঘটনাকবলিত বাস। ছবি : এবিসি নিউজ
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় পুলিশবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরো ১৮ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মঙ্গলবার রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে প্রায় ১৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে সালতা জেলার কাছে পুলিশবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে। বাসটি স্থানীয় দেল মা সেতুতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে গভীর খাদে পড়ে যায়।
বাসটিতে ৬০ জন সশস্ত্র সীমান্তরক্ষী পুলিশ সদস্য ছিলেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র। তিনি জানান ঘটনাস্থল থেকে ৪২ জনের মৃতদেহ উদ্ধার হয়। বাকিদের মধ্যে দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।