আইএসের দখলে থাকা রামাদি নিয়ন্ত্রণে নিল ইরাকি সেনারা
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ইরাকের রামাদি শহরের পুনর্নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকারি বাহিনী।
আজ সোমবার ইরাকের সামরিক বাহিনীর মুখপাত্র সাবাহ আল নুমানি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সরকারের সাবেক একটি ভবন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছেন তাঁরা এবং সেখানে এ মুহূর্তে আইএসের কোনো চিহ্ন নেই।
মুখপাত্র জানান, শহরে আইএসের পরাজয় হলেও এখনো বিচ্ছিন্ন কিছু জায়গায় তারা থাকতে পারে।
কয়েক সপ্তাহ ধরে ইরাকের সরকার রামাদি পুনর্নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল।
গত মে মাসে সুন্নি অধ্যুষিত শহর রামাদি আইএসের নিয়ন্ত্রণে চলে যায়। শহরটি রাজধানী বাগদাদের ৫৫ কিলোমিটার পশ্চিমে।
সাবাহ আল নুমানি বলেন, ‘এই সরকারি ভবনটি নিয়ন্ত্রণে নেওয়ার অর্থ হলো রামাদিতে তারা (আইএস) পরাজিত হয়েছে। এর পর ছড়িয়ে থাকা কিছু জায়গা নিয়ন্ত্রণে নেওয়ার কাজ বাকি থাকল।’
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি জানান, উত্তরাঞ্চলের শহর মসুল পুনর্নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেনাবাহিনী শিগগিরই অভিযান চালাবে। এটা হবে সবচেয়ে বড় পুরস্কার। ইরাকে আইএসের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় জনগোষ্ঠীর বসবাস এখানে।