সৌদিতে শিয়া নেতার গ্রামে পুলিশের গুলি, নিহত ১

সৌদি আরবে মৃত্যুদণ্ড পাওয়া শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের নিজ গ্রামে রোববার রাতে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পুলিশ পাল্টা গুলি ছুড়লে একজন নিহত ও এক শিশু আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএর সংবাদের বরাত দিয়ে আজ সোমবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।
সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশের এক পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, গতকাল রাতে একটি গণজমায়েত থেকে হঠাৎই পুলিশের ওপর কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজন ব্যক্তি নিহত ও এক শিশু আহত হয়। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ‘সন্ত্রাসীদের’ খোঁজে তল্লাশি চালাচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
গত শনিবার সৌদি রাজপরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ৫৬ বছর বয়সী শিয়া নেতা নিমরসহ ৪৭ জনের প্রাণদণ্ড কার্যকর করে সৌদি সরকার। আর এরপরই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, সৌদি আরবের ১৫ ভাগ নাগরিকই শিয়া সম্প্রদায়ের।
শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের জেরে গত রোববার সকালে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে সৌদি আরবের কূটনৈতিক মিশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। এরপর আজ সোমবার সকালে ক্ষুব্ধ সৌদি সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।