সিনেমা বানাতে চেয়েই ধরা পড়েন মাদক সম্রাট !

মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজমানের (৫৮) জীবন বেশ নাটকীয়। আর এই নাটকীয় জীবন নিয়ে চলচ্চিত্র বানানোর আগ্রহ ছিল তাঁর। এজন্য অস্কারজয়ী হলিউড অভিনেতা ও পরিচালক শিন পেনের সঙ্গে সাক্ষাৎও করেন এল চাপো। সম্প্রতি ‘রোলিং স্টোন’ সাময়িকীর এক প্রতিবেদনে এই সাক্ষাৎকারের কথা জানানো হয়েছে।
সিনেমা বানানো না হলেও কারাগার পালানো মাদক সম্রাট আবার গ্রেপ্তার হয়েছেন ওই সাক্ষাৎকারের কারণে। ওই সাক্ষাৎকারের সূত্র ধরেই মাদক সম্রাটের অবস্থান জানেন মেক্সিকোর পুলিশ।
রোলিং স্টোন সাময়িকীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সর্বশেষ কারাগার থেকে পালানোর পর গোপন স্থানে শিন পেনের সঙ্গে তাঁর বৈঠক হয়। গত বছর অক্টোবরে মেক্সিকোর জঙ্গলে বৈঠক হয়। তবে গতকাল শনিবার প্রথম ওই বৈঠকের কথা জানায় রোলিং স্টোন।
বিবিসি জানিয়েছে, গত বছর জুলাইয়ে মেক্সিকোর প্রচণ্ড নিরাপত্তার অ্যাল্টিপ্লানো কারাগার থেকে পালান এল চ্যাপো। এর দুই মাস পরই শিন পেনের সঙ্গে তাঁর বৈঠক হয়। অবশ্য গত শুক্রবার এল চ্যাপো আবার গ্রেপ্তার হয়েছেন।
রোলিং স্টোনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শিন পেনের সঙ্গে সাত ঘণ্টা দীর্ঘ বৈঠক করেন এল চ্যাপো। জানা গেছে, সিনেমা বানানো ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়, যার মধ্যে মাদক পাচারও ছিল। ওই সময় নাকি এল চ্যাপো বলেছিলেন, ‘মাদক ব্যবহার না হলে, বিক্রিও হবে না।’ আর মাদকাসক্তির জন্য নিজের কোনো দায় নেই দাবি করে তিনি বলেন, ‘আমার অস্তিত্ব না থাকলেও এটি কমবে না।’
নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশে অনিচ্ছুক মেক্সিকোর কর্মকর্তারা বলেন, শিন পেনের সঙ্গে সাক্ষাতের সূত্র ধরেই এল চ্যাপোকে পুনরায় গ্রেপ্তারের অভিযান শুরু হয়। এর আগে মেক্সিকোর কর্তৃপক্ষ জানিয়েছিল, নিজের জীবনভিত্তিক একটি চলচ্চিত্র বানাতে চেয়েছিলেন গুজমান।