স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইসরায়েলের গাজা যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এই যুদ্ধকে সরাসরি ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সংঘটিত গণহত্যায় আমরা উদাসীন থাকতে পারি না। খবর আলজাজিরার।
লুলা দা সিলভা তার ভাষণে আরও বলেন, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা একেবারেই অগ্রহণযোগ্য। এই সমস্যার একমাত্র সমাধান হলো ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দেওয়া। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তার এই বক্তব্য ফিলিস্তিনিদের প্রতি ব্রিকস দেশগুলোর সংহতি এবং পশ্চিমা নীতির বিরোধিতা আরও স্পষ্ট করে তুলেছে।

উদীয়মান ব্রিকস জোটের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ও নতুন সদস্য দেশগুলো) নেতারা রিও ডি জেনিরোতে দুই দিনব্যাপী এই সম্মেলনে মিলিত হয়েছেন। তারা পশ্চিমা আধিপত্য নিয়ে তাদের গুরুতর উদ্বেগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। লুলার এই বক্তব্য সম্মেলনের শুরুতে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।