পালিয়ে যাওয়া সদস্যদের পুড়িয়ে মারল আইএস
ইরাকের সেনা ও মার্কিন বাহিনীর অভিযানে সম্প্রতি দেশটির আনবার প্রদেশের রাজধানী রামাদি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলমুক্ত হয়। ওই সময় রামাদি থেকে পালিয়ে উত্তরাঞ্চলীয় মসুল শহরে আশ্রয় নেয় আইএসের কয়েকজন সদস্য। সেই ‘অপরাধে’ তাদের পুড়িয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ইরাকিদের বরাত দিয়ে ফক্স নিউজ-এর খবরে এ তথ্য জানানো হয়।
উত্তর ইরাকের সাবেক এক বাসিন্দা ফক্স নিউজকে বলেন, ‘তাদের (যেসব সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে) দলবদ্ধ করা হয়েছে এবং বৃত্তাকারে দাঁড় করানো হয়েছে এবং আগুনে পুড়িয়ে মারা হয়েছে।’
যুক্তরাষ্ট্রে থাকা আরো কিছু ইরাকি ও শরণার্থী ফক্স নিউজকে জানান, রামাদিতে পরাজিত হওয়া সদস্যদের মসুলে শাস্তি দেওয়া হচ্ছে। হত্যা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সন্ত্রাস বিশেষজ্ঞ মাইকেল প্রিজেন্ট ফক্স নিউজকে বলেন, আইএসের পক্ষে এ ধরনের কাজ অসম্ভব নয়। যারা সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর সালাদ্দিনে হেরেছিল, তাদেরও একই পরিণতি হয়েছিল।