সৌদিতে বাড়ছে ঘুমের সমস্যা
সৌদি আরবের নাগরিকদের ৪১ শতাংশই ঘুমজনিত সমস্যায় ভুগছেন। দেশটির কিং ফাহাদ মেডিকেল সিটির গবেষণাকেন্দ্রের করা এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
আরব নিউজের খবরে বলা হয়, ওই জরিপের জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদের এক হাজার ৩৬৯ জন নারী-পুরুষকে বাছাই করা হয়। তাঁরা ঘুম নিয়ে বিভিন্ন সমস্যার কথা জরিপকারীদের জানিয়েছেন।
আল ফাহাদ মেডিকেল সিটির গবেষণাকেন্দ্রের পরিচালক আহমাদ আল-বদর বলেন, কোন কোন কারণে ঘুমের সমস্যা হয়, তা নির্ণয় করতে গবেষণাটি করা হয়। এতে দেখা গেছে, প্রতিবেশী দেশগুলোর মতোই সৌদিতে ঘুমের সমস্যা রয়েছে।
ওই গবেষণাকর্মের প্রধান মোহাম্মদ আল-তানাইয়ুর বলেন, ঘুমে ব্যাঘাত ঘটা এবং এর সঙ্গে অবসাদের সম্পর্ক নিয়ে কাজ হয়েছে। বিশেষ চিকিৎসক দল দিয়ে
গবেষণাকর্মের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
জরিপে অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৩৪। তাঁদের ৫৫ শতাংশ ছিল নারী।
অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি দিনে ছয় ঘণ্টার কম ঘুমান। আর বেশির ভাগই গভীর রাতে ঘুমোতে যান।