জাতিসংঘ মহাসচিব ‘সন্ত্রাসে উসকানি দিচ্ছেন’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘সন্ত্রাসে উসকানি দিচ্ছেন’।
ফিলিস্তিন নিয়ে মুনের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার নেতানিয়াহু উল্লেখিত মন্তব্য করেন।
বিবিসির খবরে জানানো হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে ফিলিস্তিনিদের বিষয়ে বান কি মুন বলেন, নিপীড়িত লোকজনের প্রকৃতি হলো অবরোধের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় দেখানো।
ভাষণে সম্প্রতি ইসরায়েলিদের ওপর বেশ কিছু ছুরিকাঘাতের ঘটনায় ফিলিস্তিনিদের নিন্দা করেন মুন।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘গভীর হতাশা ও বিচ্ছিন্নতাবোধ’ থেকে কিছু ফিলিস্তিনি বিশেষত, তরুণরা ছুরি নিয়ে হামলা চালাচ্ছে।
‘অর্ধশতাব্দী ধরে চলা অবরোধ এবং শান্তি প্রক্রিয়ায় অচলাবস্থার কারণে ফিলিস্তিনিদের হতাশা বাড়ছে’, বলেন বান কি মুন।
এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের মন্তব্য সন্ত্রাসে উসকানি দেয়।’
‘সন্ত্রাসকে কোনোভাবে বৈধতা দেওয়া যায় না’, যোগ করেন নেতানিয়াহু।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নতুন মোড় নেয়। আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংকট সহিংসতায় রূপ নেয়। এ সহিংসতায় এখন পর্যন্ত ১৫৫ জনের বেশি ফিলিস্তিনি, ২৮ ইসরায়েলি, যুক্তরাষ্ট্র ও ইথিওপিয়ার দুই নাগরিক নিহত হন।