সৌদিতে ১০০ টন কাঠ-কয়লা জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির সময় ১০০ টনের বেশি জ্বালানি কাঠ ও কয়লা জব্দ করেছে সৌদি আরবের কৃষি অধিদপ্তর।
আরব নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়। তবে কোন সময়ে কাঠগুলো জব্দ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।
আরব নিউজ জানায়, জব্দ করার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে আল-নুর জেলায় কাঠগুলো নিলামে বিক্রি করা হয়েছে। এ থেকে পাওয়া দুই লাখ রিয়াল যোগ হবে রাজ কোষাগারে।
কৃষি অধিদপ্তর জানিয়েছে, সৌদিতে ‘বড় অঙ্কের অর্থলাভের সুযোগ থাকায়’ অনেকেই জ্বালানি কাঠ ও কয়লা বিক্রি করছে।
কয়েক বছর আগে শীতে ব্যবহারের জন্য কাঠ ও কয়লা বিক্রি নিষিদ্ধ হয় সৌদি আরবে। এর পরও নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই কাঠ ও কয়লা বিক্রি করে যাচ্ছে। বিষয়টি তদারকি করতে গত কয়েক বছরে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে সৌদির কৃষি মন্ত্রণালয় এবং জাতীয় বন্য প্রাণী সংরক্ষণ কমিশন (এনসিডব্লিউসি)।