অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় তিনজন নিহত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ দুপুর সাড়ে ১২টার আগেই রাজ্যের দক্ষিণ মেলবোর্ন অঞ্চলে এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ বলে পরিচিত ব্যারনওন হেডসে দুর্ঘটনায় পড়ে ছয় আসনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খারাপ আবহাওয়া একটি কারণ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, বিমান বিধ্বস্তের এলাকায় দুটি বিমান অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছেছেন জরুরি সেবার কর্মীরা। একই সঙ্গে কোস্টগার্ডের ছোট জাহাজও সেখানে মোতায়েন করা হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, তিন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে ওই বিমানে থাকা মোট যাত্রীর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।