চলতি বছরই যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে আইএস : গোয়েন্দা তথ্য

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) চলতি বছরই যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় হামলা চালাতে পারে। আইএসের শীর্ষ নেতারা সম্প্রতি হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
জাতীয় গোয়েন্দাবিষয়ক কংগ্রেস কমিটির পরিচালক জেমস ক্লাপারসহ কর্মকর্তারা গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক বার্ষিক প্রতিবেদন দেওয়ার সময় এ কথা জানান। তাঁরা বলেন, সরাসরি বা মানুষকে উদ্বুদ্ধ করে বিশ্বের যে কোনো স্থানেই হামলা চালাতে পারে আইএস।
প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তা লে. জেনারেল ভিনসেন্ট স্টুয়ার্ট বলেন, ইউরোপে বেশ কয়েকটি হামলা চালাতে পারে আইএস। এর পরই আইএস যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে। গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, যুক্তরাষ্ট্রের ওপর আইএসের হামলায় জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতারা সরাসরি যুক্ত থাকতে পারেন।
কংগ্রেস কমিটির পরিচালক জেমস ক্লাপার বলেন, ইসলামিক স্টেট ছাড়াও আল কায়েদার হামলার হুমকি আছে। আর সাইবার হামলা চালাতে পারে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। আর উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যমতে, উত্তর কোরিয়া বড় পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের ব্যবধানেই দেশটি পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম হবে।
জানা গেছে, ২০০৭ সাল থেকে কয়েক বছর বন্ধ রাখার পর ২০১৩ সালে আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ঘোষণা দেয় উত্তর কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার পরিসর বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।