সিরিয়ার আলেপ্পোর যুদ্ধে বাস্তুচ্যুত ৫০ হাজার লোক
সিরিয়ার আলেপ্পো প্রদেশে গৃহযুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে ৫০ হাজার মানুষ। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এ সতর্কবার্তা দিয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, আলেপ্পোতে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। শহরে পানি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার বিমান সুবিধা নিয়ে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে সিরীয় সরকার। এতে করে তুরস্কের সীমান্তে ভিড় বেড়েছে শরণার্থীদের। এখনো তুরস্কে যেতে সিরিয়ার সীমান্তে আটকে আছেন ৩০ হাজার শরণার্থী।
বিষয়টির উল্লেখ করে এক বিবৃতিতে আইসিআরসি জানায়, আলেপ্পোতে বেসামরিক লোকজনের কাছে সহায়তা পাঠানোর পথগুলো বন্ধ করা হয়েছে। এতে করে ‘মারাত্মক চাপ’ তৈরি হয়েছে।
সিরিয়ায় কর্মরত আইসিআরসির প্রধান মারিয়ান্নে গাসের বলেন, ‘তাপমাত্রা অনেক কম। পর্যাপ্ত খাদ্য, পানীয় ও আশ্রয়ের অভাবে বাস্তুচ্যুত লোকজন বিপজ্জনক অবস্থায় আছেন।’
স্বেচ্ছাসেবী চিকিৎসকদের সংগঠন মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) সতর্ক করে বলেছে, তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আজাজ এলাকায় স্বাস্থ্যব্যবস্থা ‘বিপর্যয়ের পথে’।
ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় এরই মধ্যে স্থান সংকুলান না হওয়া শরণার্থী ক্যাম্পগুলোতে চাপ আরো বাড়ছে।