সিরিয়ার দুই শহরে বোমা হামলা, নিহত অন্তত ১৪৭
সিরিয়ার হোমস ও দামেস্ক শহরে আলাদা বোমা হামলায় অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে।
বিবিসি অনলাইন জানিয়েছে, দামেস্কের দক্ষিণাঞ্চলের সৈয়দা জয়নব এলাকায় কমপক্ষে চারটি বোমা হামলা চালানো হয়। এতে ৮৩ জন নিহত হন বলে দাবি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানার। এসব হামলায় আহত হয়েছেন ১৭৮ জন।
এর আগে গতকালই হোমসের আলাওয়াইট শহরে গাড়িবোমা হামলায় মারা গেছেন ৫৭ জন। এঁদের বেশির ভাগই সাধারণ মানুষ।
এসব বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। দুটি শহরেই হামলাগুলো চালানো হয়েছে সংখ্যালঘু শিয়া মুসলমান অধ্যুষিত অঞ্চলে। এ ছাড়া দামেস্কের সৈয়দা জয়নব এলাকায় শিয়া মুসলিমদের পবিত্র স্থান মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর নাতনির কবর রয়েছে।
এর আগে গত মাসেও দামেস্কে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় ৭১ জন নিহত হন। সেই হামলারও দায় স্বীকার করেছিল আইএস।
সিরিয়ার টেলিভিশনে হামলার ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত যানবাহনের অবস্থা দেখানো হয়। সেখানে দেখা যায়, কীভাবে বোমার আঘাতে দুমড়ে-মুচড়ে আছে যানবাহন ও স্থাপনাগুলো।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভে হোমস ছিল বিদ্রোহীদের রাজধানী। তবে গত বছর সরকারের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পর শহরটি ছেড়ে যায় বিদ্রোহীরা। সেই শহরেই গতকাল এই ভয়াবহ হামলা চালানো হলো।