মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মালয়েশিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুরে যুবলীগের কার্যালয়ে আয়োজন করা হয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠতা এমদাদুল হক সবুজ। দোয়া ও মোনাজাত শেষে কাঙালি ভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তাজগীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ এর যুগ্ম আহ্বায়ক কামারুজ্জামান কামাল।তিনি বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হবে, একটি উন্নত দেশ হবে, সমৃদ্ধ দেশ হবে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হবে এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। আমাদের কাজ হচ্ছে জাতির পিতার স্বপ্নকে পূরণ করা। আজকে আমরা স্বাধীন জাতি। স্বাধীন জাতি হিসেবে আমরা বিশ্বে মর্যাদা পেয়েছি, আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। এ স্বাধীনতা একদিনে আসেনি। এর জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে হয়েছে এবং সেটা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
নবগঠিত মালয়েশিয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এস এইচ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হক জোসেফ, সাইফুল ইসলাম সিরাজ, যুবলীগের জহিরুল ইসলাম, মাসুদুল আলম রনি, শরিফ আহমেদ রাজু, রেজাউল হক লায়ন, আল আমিন ডলার, শেখ জহির, কামরুল, মাহমুদ, কামরুল ইসলাম শিমুল, খোকা মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের এস কে মুকুল, সাদ্দাম হোসেন, সুমন হোসেন, শাওন, হারুন-উর রশিদ শ্রমিকলীগের আনোয়ার হোসেন, আনিস মোল্লা, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক চয়ন, এ কে আজাদ, রাজীব আহমেদ, তারেক, আরিফ, রাশেদ জামিল প্রমুখ।