সিনেট জটিলতায় পূর্ববর্তী নির্বাচনের হুমকি টার্নবুলের

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, দেশটির সিনেট শ্রম আইনের দুটি সংশোধনী পাস করতে ব্যর্থ হলে পার্লামেন্টের দুটি হাউসই ভেঙে দিয়ে পূর্ববর্তী নির্বাচন ডাকা হবে।
বিবিসি জানিয়েছে, ম্যালকম টার্নবুল দাবি করেছেন শ্রম আইনের দুটি সংশোধনী শ্রমিকদের ইউনিয়ন গঠনে ভূমিকা রাখবে। আর ইউনিয়ন গঠনের বিষয়টি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে বিরোধীরা বলছেন, বিষয়টি অস্বচ্ছ।
জানা গেছে, মূলত টার্নবুল-বিরোধীরাই সিনেট দখল করে রেখেছে। শ্রম আইনের দুটি সংশোধনী প্রস্তাব বেশ কয়েকবার বাতিল করা হয়েছে।
আগামী ১৯ এপ্রিল পার্লামেন্টে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এর মধ্যে সিনেট থেকে শ্রম আইনের সংশোধনী পাস না হলে পার্লামেন্টের দুটি হাউসই তিনি ভেঙে দেবেন। আর পরবর্তী নির্বাচন শুরু হবে ২ জুলাই। পরবর্তী বাজেট ঘোষণার দিন ঠিক করা হয়েছে ৩ মে।
ম্যালকম টার্নবুল বলেন, ‘পথে বাধা হয়ে না দাঁড়িয়ে শ্রম আইনের সংশোধনী সম্পর্কে বুঝতে হবে সিনেটকে। বিল পাস হওয়ার জন্য পঞ্চমবারের মতো সিনেটে পাঠানো হয়েছে। এই নিয়ে আর ছেলেখেলা নয়।’
জানা গেছে, শ্রম আইন বিষয়ে আলোচনার জন্য আরো তিন সপ্তাহ সময় পাবে সিনেট। প্রস্তাব পাস হলো কি না জানা যাবে এর পরই। তবে পাস বা বাতিল দুটি ক্ষেত্রেই রাজনৈতিকভাবে লাভবান হবেন।
বিল পাস হলে স্বভাবই দোনামোনা সিনেট সদস্যদের সমর্থন পাবেন টার্নবুল। আর প্রস্তাব বাতিল হয়ে পূর্ববর্তী নির্বাচন হলেও অন্যদের চেয়ে লাভবান হবেন টার্নবুল। কারণ বিরোধী বিল শর্টেনের চেয়ে তাঁর জনপ্রিয়তার পারদ যথেষ্ট ওপরে।