যৌনদাসী না হওয়ায় ২৫০ নারীকে হত্যা করে আইএস

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে যৌনদাসী হতে রাজি না হওয়ায় ২৫০ নারীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আজ শুক্রবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ওই নারীদের অল্প সময়ের জন্য সন্ত্রাসীদের বিয়ে করার প্রস্তাব দেওয়া হয়। এতে সম্মত না হওয়ায় পরিবারের সদস্যসহ তাদের হত্যা করে আইএস।
কুর্দিশ ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র মামুজিনি বলেন, আইএস মসুল দখল পর থেকে সেখানকার নারীদের বাছাই করা আরম্ভ করে এবং তাদের সন্ত্রাসীদের সঙ্গে বিয়ে করতে বলপ্রয়োগ করে। এবং যারা বিয়ে করতে অস্বীকৃতি জানায়, তাদের হত্যা করা হয়। তিনি বলেন, ‘যৌন জিহাদের রীতি মেনে না নেওয়ায় অন্তত ২৫০ মেয়েকে হত্যা করেছে আইএস এবং কখনো কখনো তাদের পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়।’
এ ছাড়া প্যাট্রিওটিক ইউনিয়ন কুর্দিস্তানের (পিইউকে) কর্মকর্তা ঘায়াস সুর্চি বলেন, আইএস যেখানে দখলদারিত্ব চালিয়েছে, সেখানেই মানবাধিকার লঙ্ঘন করেছে। মসুলে কোনো নারী একা বাইরে যেতে পারতেন না এবং কেউ স্বামী বেছে নিতে পারতেন না।
এর আগে ২০১৪ সালের আগস্টে ইয়াজিদি সম্প্রদায়ের পাঁচ শতাধিক নারীকে অপহরণ ও তাদের ওপর যৌন হয়রানি চালায় সন্ত্রাসীরা।