আইএসের প্রতি আনুগত্য, সৌদি নারীর কারাদণ্ড

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রদর্শন করায় সৌদি আরবের এক নারীকে ছয় বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
দেশটির রাজধানী রিয়াদের একটি বিশেষ অপরাধ আদালত এ সাজা দেন।
আরব নিউজের খবরে বলা হয়, কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ওই নারী। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরকারবিরোধী প্রচারণা, বন্দি সন্ত্রাসীদের মুক্ত করতে মসজিদসহ বিভিন্ন স্থাপনায় পোস্টার সাঁটানো ইত্যাদি।
রিয়াদের আদালত সূত্রে জানা যায়, ওই নারী নাজরান প্রদেশের শারুরাহ শহরে একটি সরকারি ভবনে সন্ত্রাসী হামলার সমর্থনে টুইটারে পোস্ট করেন। তিনি সৌদির বিরুদ্ধে ইসলামী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগ করেন। একই সঙ্গে আইএস সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি।
এদিকে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা, কাতিফ এলাকায় আদালতে হামলা, দাঙ্গায় অংশগ্রহণ এবং সরকারবিরোধী স্লোগান দেওয়ায় দুজনকে দোষী সাব্যস্ত করেছেন রিয়াদের একটি আদালত। এঁদের মধ্যে প্রথমজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যজনকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।