বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে। গণনা শেষে ফল ঘোষণার মধ্য দিয়ে গত মার্চ মাস থেকে শুরু হওয়া ১০ সপ্তাহ ধরে চলা রাজনৈতিক পটপরিবর্তনের নাটকের অবসান হবে।
প্রতিটি রাজ্যের ভোটগণনা কেন্দ্রগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকাল ৮টা থেকে গণনা শুরু হয়।
ভোট গ্রহণের পর বিভিন্ন গণমাধ্যমের এক্সিট পোলের হিসাব অনুযায়ী তামিলনাড়ু, কেরালা, আসাম ও পদুচেরিতে ক্ষমতার পালাবদল ঘটতে পারে। ক্ষমতাসীন দলের প্রতি বিভিন্ন অসন্তোষের জবাব ভোটাররা ব্যালট দিয়েই দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে শুধু পশ্চিমবঙ্গে নিজের অবস্থান ধরে রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।
আজ দুপুর নাগাদ ভোটের বেশ একটা স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তবে চূড়ান্ত ফল আরো পরে জানা যাবে।
পাঁচটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনে চলছে ভোট গণনা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যের ৯০টি কেন্দ্রে চলছে ভোট গণনা। প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি থাকছে রাজ্য পুলিশও। রাজ্য ও কেন্দ্রের মিলিয়ে ২০ হাজার নিরাপত্তারক্ষী গণনা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া প্রতিটি কেন্দ্রের প্রতিটি টেবিলে রয়েছে একজন করে নির্বাচনী পর্যবেক্ষক। রয়েছেন দুজন করে মাইক্রো অবজারভার। এ ছাড়া প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাবলয়। গণনা কেন্দ্রের ভেতরে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোনের ব্যবহার।
এদিকে ভোটগণনা শুরুর আগেই বর্ধমান জেলার ভাতার এলাকায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ শুরু হয়েছে। ব্যাপক বোমাবাজি এবং দুই পক্ষের বাড়িঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে।