উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/31/photo-1464664114.jpg)
পূর্ব উপকূল থেকে আজ মঙ্গলবার ভোরে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালিয়েছিল উত্তর কোরিয়া। সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কয়েকজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তারা।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, মধ্যপাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালিয়েছিল উত্তর কোরিয়া। এর আগে এপ্রিলে তিনবার মুসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল দেশটি। তবে প্রতিটি চেষ্টাই ব্যর্থ হয়েছে।
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের খবরে বলা হয়, গতকাল সোমবার উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে সামরিক সতর্কতা জারি করা হয়।
চলতি বছরের জানুয়ারিতে চতুর্থবারের মতো উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষায় উত্তর-পূর্ব এশিয়ায় উত্তেজনা চরমে ওঠে। এরপর উত্তর কোরিয়া কয়েক দফা স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।