মালয়েশিয়ায় জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালন

মালয়েশিয়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি এ কর্মসূচি পালন করেছে।
সকালে মালয়েশিয়ান মসজিদগুলোতে কোরআনখানি এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কোতারায়া বাংলা মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। পরে কোতারায়া ঘরোয়া রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের পরিচালনায় এবং সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘দল ভাঙ্গা-ভাঙ্গি আর কোনোদিন হবে না। কেননা পানিপথের যুদ্ধ একবারই হয়েছে, স্বাধীনতার ঘোষণাও একবারই হয়েছে। তেমনি জিয়ার গড়া দলও আর কখনো ভাঙবে না।'
জিয়াকে আওয়ামী লীগের রাজনৈতিক জন্মদাতা আখ্যায়িত করে আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়েই আওয়ামী লীগ পুনর্জন্ম লাভ করে।’ জিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘জিয়া স্বপ্ন দেখতেন, দেখাতেন এবং তা বাস্তবায়নও করতেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘হাসিনার পতন আসন্ন। জনগণ আজ বন্দিদশা থেকে মুক্তি চায়। ৭ নভেম্বর যেমন জিয়াউর রহমান একটি জাতিকে মুক্ত করেছিলেন তেমনি বাংলার জনগণ এই স্বৈরাচারী হাসিনার হাত থেকে মুক্ত করে আবারো খালেদা জিয়াকে ক্ষমতায় আনবে।’ মালয়েশিয়ায় প্রবাসী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে রিপন বলেন, ‘আপনাদের পাঠানো রেমিটেন্সে দেশ চলে। আর সেই টাকা ব্যাংক থেকে লুট হচ্ছে। দেশে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। আলোচনা শেষে ২৬ মার্চ মালয়েশিয়া বিএনপির প্রকাশিত স্মরণিকা আসাদুজ্জামান রিপনের হাতে তুলে দেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি হাজি সৈয়দ জাকিরুল আলম, আব্দুল রউফ লিটন, মো. গোলাম মোস্তফা, সহ সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া এস এম জাহাঙ্গির, ফজলুল করিম সোহরাব, এস এম রহমান নিপু, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন), প্রবাসী কল্যাণ সম্পাদক মঞ্জু খাঁ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কায়সার হামিদ হান্নান, তথ্য প্রযুক্তি ও আর্কাইভ বিষয়ক সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মো. আলী আকবর, এ কে এম হাবিবুর রহমান শিশির, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ, সদস্য আমজাদ হোসেন, মো. মজনু মুন্সি, টিপু সুলতান, যুবদল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন সাগর, সহ সাধারণ সম্পাদক শাহ জালাল পণ্ডিত, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবু কাওসার ভুঁইয়া, বিএনপির কোটারায়া শাখার সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক রতন আলী ভুঁইয়া, সহসভাপতি ইব্রাহিম এবং বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা।