টার্নবুলই গঠন করছেন অস্ট্রেলিয়ার সরকার

অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলই পরবর্তী সরকার গঠন করছেন এটি নিশ্চিত হয়েছে। তবে সরকার গঠনের জন্য স্বাধীন এমপিদের ওপর নির্ভরের বিষয়টি সমাধানে তাঁকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানায়, গত বৃহস্পতিবার কুইন্সল্যান্ডে স্বাধীন এমপি বব ক্যাটারের সমর্থন পান ম্যালকম টার্নবুল। পরে তিনি ভিক্টোরিয়ার স্বাধীন এমপি ক্যাথি ম্যাকগোয়ানের সমর্থন পান। আর শুক্রবার তৃতীয় স্বাধীন এমপি হিসেবে টার্নবুলকে সমর্থন জানান তাসমানিয়ার অ্যান্ড্রু উইলকি।
এরই মাধ্যমে সরকার গঠনের জন্য ৭৬ আসন দাবি করেছেন ম্যালকম টার্নবুল। তবে সরকার গঠনে স্বাধীন এমপিদের সমর্থন ছাড়াই প্রয়োজনীয় আসন নিশ্চিত হবে কি না তা জানতে টার্নবুলকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।
গত ২ জুলাই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে ১৫০ আসনের মধ্যে টার্নবুলের নেতৃত্বাধীন লিবারেল জোট ৭৩ আসন নিশ্চিত করেছে, বিরোধী লেবার পেয়েছে ৬৬ আসন। তবে এখনো ছয়টি আসনের নির্বাচনের ফলাফল নিশ্চিত হয়নি। আর স্বাধীন এমপি নির্বাচিত হয়ছেন পাঁচজন। তাই এখনো লিবারেল দলের নেতৃত্বাধীন জোট স্বাধীন এমপিদের ছাড়াই সরকার গঠন নিশ্চিত করতেপারবে কি না তা নিয়ে প্রশ্ন আছে।
অস্ট্রেলিয়ার বিরোধী লেবার দলের নেতা বিল শর্টেন এরই মধ্যে দলটির সম্মেলনে এর নেতা হিসেবে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মনে করেন, চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় আবার নির্বাচন হওয়া উচিত।
এর আগে প্রধানমন্ত্রী হওয়ার পর সিনেটে অর্থনৈতিক প্রস্তাব পাস করতে গিয়ে লেবার, গ্রিনস এবং স্বাধীন সিনেট সদস্যদের ব্যাপক বিরোধিতার মুখে পড়েন ম্যালকম টার্নবুল। এরই পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।