ঐক্যের আহ্বান ওবামার
যুক্তরাষ্ট্রের পুলিশ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় বৃহস্পতিবার এবিসি নিউজের সঙ্গে জাতিসত্তা এবং নীতিবিষয়ক এক আলোচনায় ওবামা এ আহ্বান জানান।
ওবামার আহ্বান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন ছাপিয়ে গেছে কৃষ্ণাঙ্গ ও পুলিশের বিরোধ আলোচনা। কয়েক সপ্তাহ ধরেই পুলিশের বিরুদ্ধে আন্দোলন করছেন কৃষ্ণাঙ্গরা।
গত সপ্তাহে টেক্সাসের ডালাস শহরে সাবেক মার্কিন সেনা মিকাহ জনসনের গুলিতে নিহত হন পাঁচ পুলিশ কর্মকর্তা। নিহত হওয়ার আগে মিকাহ বলেন, সম্প্রতি পুলিশের হাতে দুজন কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় ক্ষুব্ধ হন তিনি। এর আগে গত ৫ জুলাই লুইজিয়ানায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ মার্কিনি অ্যাল্টন স্টার্লিং নিহত হন। একদিন পরই মিনেসোটায় পুলিশের হাতে নিহত হন অপর কৃষ্ণাঙ্গ ফিলান্ডো ক্যাস্টিল। দুটি ঘটনার ভিডিও প্রকাশিত হলে বিশ্বজুড়েই সমালোচনার ঝড় ওঠে।
এবিসি নিউজের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তিনি চান না পুলিশের ওপর আস্থাহীন একটি প্রজন্ম বেড়ে উঠুক। অন্যদিকে পুলিশ ভালো দায়িত্ব পালন করছে; কিন্তু শুধু অপরাধীদের কারণেই নয়, ‘কমিউনিটি’র আস্থাহীনতার জন্যও তারা ঝুঁকির মুখে।
পুলিশ ও কৃষ্ণাঙ্গদের মধ্যকার বিরোধ দূর করা প্রসঙ্গে বারাক ওবামা বলেন, উভয় পক্ষকে একসঙ্গে বসতে হবে এবং একে অপরের কথা শুনতে হবে।
এক পুলিশ কর্মকর্তার প্রশ্নের জবাবে বারাক ওবামা আরো বলেন, কৃষ্ণাঙ্গ মার্কিনিদের নিহতের হার বেশি হওয়ার জন্য শুধু পুলিশকেই দায়ী করা যায় না। কমিউনিটির মধ্যেও এ বিষয়ে কাজ করা প্রয়োজন।
এবিসি নিউজের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গদের স্বজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।