লুইজিয়ানায় পুলিশ নিহতের পর ঐক্যের আহ্বান ওবামার
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনার পর সবাইকে শান্ত থাকার এবং ঐক্যের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় গতকাল রোববার প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে বারাক ওবামা এ আহ্বান জানান।
টেলিভিশন ভাষণে বারাক ওবামা বলেন, নির্ভীক তিন পুলিশ কর্মকর্তার মৃত্যু প্রমাণ করে, দেশের পুলিশ কতটা বিপদের মধ্যে প্রতিটি দিন পার করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা কোনোভাবেই সঠিক নয়।
বারাক ওবামা আরো বলেন, সব মার্কিনিকে এখন এমন কথা ও কাজে মনোযোগ দিতে হবে, যা দেশকে আর বিভক্ত না করে ঐক্য আনে। বারাক ওবামা মনে করেন, মার্কিনিদের কথা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং হৃদয় উন্মুক্ত করতে হবে সবার জন্য।
স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ শহরে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত ও অপর তিনজন আহত হন। বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে।
লুইজিয়ানার বন্দুকধারীর পরিচয় জানা গেছে। কৃষ্ণাঙ্গ এই মার্কিনি পাঁচ বছর মেরিন সেনা হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছে।
দুই সপ্তাহ আগে ব্যাটন রুজে অ্যাল্টন স্টারলিং নামের এক কৃষ্ণাঙ্গ মার্কিনি পুলিশের গুলিতে নিহত হয়। মিনেসোটায় এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়। দুটি ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন স্থানে পুলিশবিরোধী বিক্ষোভ চলছে। ওই দুই কৃষ্ণাঙ্গ হত্যার সঙ্গে রোববার লুইজিয়ানায় তিন পুলিশ হত্যার কোনো সম্পর্ক আছে কি না, এখনো জানা যায়নি।
এর আগে উল্লিখিত দুই হত্যার ঘটনার প্রতিবাদে টেক্সাসের ডালাস শহরে এক কৃষ্ণাঙ্গ সাবেক মার্কিন সেনা পুলিশের ওপর হামলা চালায়। ওই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়। হামলাকারী সাবেক মার্কিন সেনাও পুলিশের হাতে নিহত হয়।