মালয়েশিয়া ইমিগ্রেশনে নতুন মহাপরিচালক মুস্তাফার আলী

মালয়েশিয়া ইমিগ্রেশনে নতুন মহাপরিচালক মুস্তাফার আলী। ছবি : এনটিভি
মালয়েশিয়া ইমিগ্রেশনে নতুন মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মুস্তাফার আলী।
দায়িত্ব গ্রহণের পর গত সোমবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নতুন মহাপরিচালক সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘দীর্ঘদিন ধরে ইমিগ্রেশন বিভাগে দায়িত্ব পালনে অবহেলা হয়েছে। এসব বিষয় পুরোপুরি তদারকির মধ্যে আসলে তখন অনিয়মের আর কোনো সুযোগ থাকবে না। দুর্নীতির সকল পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।’
মুস্তাফার আলী আরো বলেন, ‘এখনো ইমিগ্রেশনে হাজার হাজার শ্রমিকের ভিসা সংক্রান্ত পাসপোর্ট আটকা পড়ে আছে। সেগুলোকে খুব দ্রুততার সঙ্গে অনুসন্ধান করে বের করে আনা হবে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব পাসপোর্টের সুরাহা করা হবে।’