‘ইসলাম অবমাননায়’ মালয়েশিয়ার সংগীতশিল্পী আটক

‘ইসলাম অবমাননা’র অভিযোগে মালয়েশিয়ার জনপ্রিয় এক সংগীতশিল্পীকে আটক করেছে দেশটির পুলিশ। নেমউয়ি নামে পরিচিত ওই সংগীতশিল্পীর সর্বশেষ এক গানের ভিডিও নিয়ে বিতর্ক উঠেছে।
স্থানীয় সময় গতকাল রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে সংগীতশিল্পী নেমউয়িকে আটক করে মালয়েশিয়ার পুলিশ।
বিবিসি জানায়, গত জুলাই মাসে মুক্তি পাওয়া নেমউয়ির ‘ওহ মাই গড’ গানের ভিডিও নিয়েই বিতর্ক। ওই গানের ভিডিওতে নেমউয়ি এবং অন্য র্যাপশিল্পীদের মালয়েশিয়ার বিভিন্ন ধর্মের উপাসনালয়ে গান গাইতে দেখা যায়। গানের ভিডিও হয় বৌদ্ধ, তাওয়িজম বিশ্বাসী ও খ্রিস্টানদের উপাসনালয়ের ভেতরে এবং মসজিদের বাইরে।
নেমউয়ির প্রকৃত নাম উয়ি মেন চে। চীনা মান্দারিন ভাষায় গান গেয়ে প্রায় পাঁচ বছর আগে বিখ্যাত হন নেমউয়ি। মালয়েশিয়া ছাড়াও তাইওয়ান ও চীনে বিখ্যাত এই শিল্পী।
গানের ভিডিওর জন্য বিতর্কিত হওয়া বা কারাগারে যাওয়া নেমউয়ির জন্য নতুন নয়। এর আগে মালয়েশিয়ার জাতীয় সংগীতের ‘প্যারোডি’ গেয়ে তিনি কারাভোগ করেন। আবার এক গানের ভিডিওতে মালয়েশিয়ায় বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দেশটির জাতীয় বিদ্যুৎ সরবরাহের প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন তোলেন নেমউয়ি।
মালয়েশিয়ার পুলিশ জানায়, চলতি মাসের শুরুতে অনেক বেসরকারি সংস্থা (এনজিও) নেমউয়ির বিরুদ্ধে অভিযোগ তোলে। আর চলতি মাসের শুরুতে পুলিশ জানিয়েছিল, ওহ মাই গড গানের ভিডিওটি নিয়ে তদন্ত করছে তারা।
বিবিসি জানায়, গত শনিবার ওহ মাই গড গানের সর্বশেষ হালনাগাদ ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে, যেখানে মসজিদের সামনের গানের দৃশ্য বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থন করে একটি ভিডিও পোস্ট করেছে নেমউয়ি। ভিডিওতে তিনি বলেছেন, ওহ মাই গড গানের ভিডিওতে ধর্মীয় সম্প্রীতি বোঝানো হয়েছে।