মালয়েশিয়ায় শ্রীলঙ্কার হাইকমিশনারকে বেদম মার!

মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইব্রাহিম সাহিব আনসারকে বেদম মারধরের ঘটনা ঘটেছে। গত রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ বলছে, হামলার ঘটনায় হাইকমিশনার ইব্রাহিম সাহিব আনসার আহত হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়।
হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেখানে দেখা গেছে, হলুদ শার্ট পরিহিত শ্রীলঙ্কার হাইকমিশনারকে একদল লোক টেনে এনে উপর্যুপরি মারধর করে। ভিডিওচিত্রে হাইকমিশনারকে কিল, ঘুষি ও লাথি মারতেও দেখা যায়। একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলে ওই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে সরে যায়। এর পর শ্রীলঙ্কার দূতাবাসের এক কর্মকর্তা এগিয়ে আসেন।
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, সোমবারের এ ঘটনায় তারা এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা কে বা কী কারণে এ হামলা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
সেলানগোর রাজ্যের পুলিশপ্রধান আবদুল সামাহ মাত জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।
মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, গত সপ্তাহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপক্ষের সফরের সময় একশর মতো ভারতীয় আদিবাসী বিক্ষোভ দেখিয়েছিল। ওই ঘটনার সঙ্গে এই মারধরের সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, হাইকমিশনারকে মারধরের ঘটনায় শ্রীলঙ্কার সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির রাজধানী কলম্বোয় পররাষ্ট্র সচিব এসালা ওইরাকোন মালয়েশিয়ার হাইকমিশনার ওয়ান জাহিদি ওয়ান আবদুল্লাহকে তলব করে পর্যাপ্ত নিরাপত্তার দাবি করেন। এ ছাড়া হাইকমিশনারের ওপর হামলার ঘটনাকে নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করেছে কলম্বো।