পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এর পর ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মরেসবির ভূ-পদার্থ মানমন্দিরের সহকারী পরিচালক ক্রিস ম্যাককি জানান, এখনো তাঁরা ঢেউ বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি। জাতীয় দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মার্টিন মোস বলেন, ‘সুনামির আশঙ্কায় উপকূল এলাকায় বসবাসরত বিভিন্ন গ্রামের লোকজনকে অতিরিক্ত সতর্ক থাকার জন্য বার্তা পাঠাচ্ছি।’
দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত সপ্তাহে দুটি ভূমিকম্প যেখানে আঘাত হেনেছিল, আজকের ভূমিকম্পটির উৎপত্তিস্থলও সেখানে। এর আগের ভূমিকম্পে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামি হয়নি। তবে সেগুলো আজকের ভূমিকম্পের চেয়ে কম শক্তিশালী ছিল।
পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত অগ্নিচক্র (রিং অব ফায়ার) এলাকায় অবস্থিত।