‘যারা কালি ছুড়েছে, ভগবান তাদের ভালো করুক’
পুলিশ ও গণমাধ্যমের উপস্থিতিতে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের মুখে কালি ছুড়েছে দুই ব্যক্তি।
গতকাল মঙ্গলবার দেশটির রাজস্থান রাজ্যের বিকানারে এ ঘটনা ঘটে।
গত ২৯ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতের চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রমাণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন কেজরিওয়াল। এর জেরে তাঁর ওপর হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে।
হামলার প্রতিক্রিয়ায় কেজরিওয়াল বলেন, ‘যারা কালি ছুড়েছে, ভগবান তাদের ভালো করুক, আমি তাদের মঙ্গল কামনা করি।’
এএপির নেতাদের ওপর কালি ছোড়ার ঘটনা নতুন নয়। গত মাসে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার ওপর কালি ছোড়া হয়। দিল্লিতে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় সিসোদিয়া ইউরোপ সফরে গিয়েছিলেন। সে জন্য তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে সেই হামলা চালানো হয়।
গতকাল কেজরিওয়াল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানের ‘মিথ্যা প্রচারণার বিষয়টি তুলে ধরা’। তাঁর এ বক্তব্যে চটেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কেজরিওয়াল সন্ত্রাসবিরোধী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করছেন। এ নিয়ে বিতর্কের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা হলো।